বুকের ভিতর রাখা ঢেউ
দেখবি না তো তোরা কেউ,
দেখবি না তো বিজয় হাসির
পেছনের সব কান্না।

আজকের এই মুক্ত আকাশ
আজকের এই মুক্ত বাতাস,
আনলো যারা ছিনিয়ে এসব
তারাই তো হীরা-পান্না।

অনেক দামি অমূল্য তারা
দেশের জন্য মরলো যারা,
কেমনে শুধি তাদের ঋণ?
বুক ভরে আসে কান্না।

গড়তে হবে দেশটারে আজ
আনতে হবে নতুন সাজ,
নষ্ট যত নিয়ম-কানুন
এসব আর চাই না।

কতো রক্ত ঝরে গেল
কতো প্রাণ কে মরতে হলো,
তবু যদি হয় লক্ষ্য পূরণ
এটাই হবে সান্ত্বনা।