বাঙালির বাচ্চা নজরুল
বাঙালির কথা তাঁর বিদ্রোহী কবিতা
বাঙালি বিদ্রোহী
বিদ্রোহই বাঙালির আত্মা।
বাঙালি সৃষ্টি,বাঙালি স্রষ্টা
বাঙালিই একমাত্র ধর্মদ্রষ্টা
বাঙালির রক্তে সূর্যের তেজ
বাঙালি মহাপ্রলয়
বাঙালিতেই একমাত্র বীরের ভেস।
বাঙালি ডরায় না মরণ
বাঙালি জন্ম দেয় জীবন
বাঙালি মানে না আইন
বাঙালির ভেতরই সৃষ্টির সুখ
বাঙালির মাঝেই থাকে মাইন।
বাঙালি বাঙালি বাঙালি
বাঙালিই তো মহাবিশ্ব
বাঙালিই তো বিশ্ববিধাতা
বাঙালি বাঙালি বিদ্রোহী বাঙালি
বাঙালিই তো সবার ত্রাতা।