নোঙ্গর তুলে মাঝি ভাসিয়ে দেয় তার তরণী,
অজানা গন্তব্যে,  নতুন স্বপ্ন সন্ধানী,
প্রাপ্তির আনন্দ,  অপ্রাপ্তির বিষাদ!
নিত্য জোয়ার ভাটায়,  আঁধার বুকে নামে নিষাদ!  
জীবন বুঝি এরকম!


এক হৃদয় তৃষ্ণা নিয়ে ক্লান্ত পথিক দাঁড়িয়ে মরূচরে,
পা বাড়ালে এগিয়ে যাবে জীবনের পরে-
মাথা উঁচু দাঁড়িয়ে ক্যাকটাস অভিমানে,
মিলিয়ে যাওয়া সম্পর্কের পিছুটানে!
জীবন তবে,  এরকম!


দীর্ঘ বিরহ পার করে ক্লান্ত মহাকালের আর্তি,
সময়ের প্রহর গুণতে গিয়ে অবাধ্য এ যাত্রী,
নগর যাপনের ছন্দহীন এলোমেলো শব্দ,
প্রিয়তমা হীন ব্যর্থ জীবনে যান্ত্রিক মুখবন্ধ !
জীবন হয়তো এরকমই!


২৯ শে সেপ্টেম্বর'২০১৯