ঝোড়ো বাতাসে মাদোলের বাজনা ভাসে,
রূপনারায়ণ, কংসাবতী দের উল্লাসে,
বাঁধ ভাঙ্গা উচ্ছাসে!
মাতাল হৃদয়ে মহুয়ার নেশা লাগে,
শাল পিয়ালের মিলিত রাগে,
কপোত কপোতী রাত জাগে!
আঁধারের সেই রহস্যময়ী দ্যোতনায়,
বিলীন হতে চায় রূপ চেতনায়,
বিচ্ছেদের বিষাদ ও বেদনায়!
রুদ্র প্রলয় সমে,শান্ত স্নিগ্ধ জ্যোস্না রাত,
রাধিকার অশ্রু জলে সিক্ত আঁখিপাত,
দীর্ঘ প্রতীক্ষার সূত্রপাত!