দেবনাথ লুনা
আছে জানাশুনা

কিন্তু তা স্বল্প
ফেসবুকে গল্প
পড়ি একে অপরের
যেমনটা সকলের

শান্তিপুরের লুনা
শাড়ি পরে শান্ত
হাসিমুখ উজ্জ্বল
সৌম্য ও কান্ত

সঞ্চালনায় সে
জেনো অতি দক্ষ
লিখে যায় পড়ে যায়
করে যায় সখ্য

পুরনো দিনের ছবি
ফেসবুক এনে দেয়
স্মৃতিগুলো ঘুরেফিরে
আল্পনা মেখে নেয়

হাসিমুখে সক্কালে
ফেসবুকে উদিত
হলুদবরণ বেশ
স্নিগ্ধ ও শোভিত