যুগযন্ত্রণায় বিদ্ধ কবি শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান 'বর্তমান' রচনায় তাঁর যুগভাবনাকে মেলে ধরেছেন অতি সহজ সরল ভাষায় সোজাসুজি l
মূল্যবোধ একটি সমাজের বুনিয়াদ l কিন্তু বর্তমান সমাজব্যবস্থায় কোনো মূল্যবোধ নেই l সব কোমল অনুভূতিগুলি যেন ভোঁতা হয়ে গেছে l কোন্ টা ভালো আর কোন্ টা মন্দ সেই বোধটাও গুলিয়ে গেছে l দুর্নীতি যেন অক্টোপাসের মতো গোটা সমাজকে আঁকড়ে ধরেছে, একটা গ্রহণযোগ্যতার স্থান আদায় করে নিয়েছে l কেউ যেন বিষয়টিতে বিচলিত নয় l বিনা প্রতিবাদে তাকে মেনে নেয়ার মতো একটা অবস্থা তৈরি হয়েছে সমাজে l দুর্নীতির মধ্যে যেন মন্দ কিছু নেই l সবাই সেই স্রোতে গা ভাসিয়ে দিয়েছে l কেউ দুর্নীতি করছে l বাকিরা বিনা প্রতিবাদে তাকে প্রশ্রয় দিয়ে চলেছে l
অনেক অনেক দুর্নীতির মধ্যে একটি হলো ঘুষ নিয়ে  চাকুরি দেওয়া l বেকার যুবক যুবতীরা অসহায় l যথাযথ যোগ্যতা থাকা সত্বেও শুধু যোগ্যতার জোরে চাকুরী মিলছে না l দিতে হচ্ছে প্রচুর প্রচুর টাকা ঘুষ হিসাবে l অসহনীয় অবস্থা l অথচ সহ্য করে যেতে যেতে সেটাই রীতি হয়ে দাঁড়িয়েছে l কারো সাহস নেই যে প্রতিবাদ করে l শিক্ষান্তে চাকুরীর খুব প্রয়োজন l বেকার জীবন ভয়ঙ্কর l তাই চাকুরীর প্রয়োজনে নিজের সর্বস্ব খুইয়ে ঘুষের টাকা জোগাড় করছেন বেকারেরা l ব্যাপক হারে এই বিষয়টি চলছে l এক সর্বনাশা ভবিষ্যতের দিকে চলেছে সমাজ l সকলে নিজের স্বার্থ নিয়ে চিন্তিত l তাই প্রতিবাদ ধ্বনিত হচ্ছে না l অন্যায় দুর্নীতি করে বা তার সঙ্গে আপোষ করে নিজেদের জীবনকে গুছিয়ে নিতে চাইছেন আজকের মানুষ l আর সমাজ চলেছে এক অবক্ষয়ের পথে l
অবস্থা এমন দাঁড়িয়েছে, মূল্যবোধ এমন জায়গায় পৌঁছেছে যে কোনো আধিকারিক ঘুষ না নিলে তাঁর মান থাকে না l প্রমাণ হয় যে তাঁর কোনো ক্ষমতা নেই, পদাধিকার শক্তি নেই l আর বর্তমানে রাজনীতিও এমন সর্বগ্রাসী রূপ নিয়েছে যে নেতা না ধরলে কোনো কাজ হয় না l চাকুরি পাওয়ার ক্ষেত্রেও নেতা না ধরলে কোনো আশা থাকে না l


এটা এমন এক সংস্কৃতি তৈরি হয়েছে যা সমাজকে প্রতি পলে ধ্বংস করে চলেছে l সমাজকে যদি বাঁচতে হয় তাহলে এই দুষ্টচক্রের হাত থেকে তাকে বের করে আনতে হবে l ঘুষের সংস্কৃতি, সবক্ষেত্রে নেতা ধরার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে l সমাজে সমতার নীতি প্রতিষ্ঠিত করতে হবে যেখানে যোগ্যতাই হবে একমাত্র মাপকাঠি l


দেশের মঙ্গলের জন্য যোগ্য ব্যক্তিদের নির্বাচন করে তাঁদের হাতে শাসনভার অর্পণ করতে হবে l তবেই ঘুষ- লবিং পদ্ধতির চিরতরে অবসান হবে।


সমাজ সচেতনতামূলক রচনার জন্য কবিকে জানাই শুভকামনা !!