বেদনায় আমি নীল হয়ে গেছি,
দূর আশমানে বিলিন হয়েছে হাসি,
গোপন হৃদয়ে ব্যথারা নীরবে হাসিছে অট্টহাসি।
হেসে হেসে তুমি আমূলে গেঁথেছ
এ বুকে বিষের ছুরি,
তমাল শাখায় বউ কথা কও
পাতার মাঝারে লুকিয়ে কোথাও
বেদনা করেছে চুরি,
আমার মতন হৃদয় হারানো রয়েছে যে ভুরি ভুরি।


সাগরের ঢেউ হৃদয়ে তুলিয়া এসেছিলে তুমি যবে,
বেকুব হৃদয়ে নির্বোধ হাসি
ডানা মেলে উড়ে গিয়েছিল ভাসি
তোমাকেই ভালোবেসে,
নীল আশমানে পাখির মতন
জলদের সাথে হেসে।


আগাছায় ভরা মরুর মতন হৃদয় হয়েছে ধূসর,
বেদনারা আজ উথলি উঠেছে,
বিপুল বিশাল ভূধর।
ভাঙা এ বুকের হাহাকার শুনে নীরব হয়েছে শশী,
ভুলে গেছে দিতে অমিয় জোছনা
বদন হয়েছে মসি।


নিরাশার কূলে বসে আমি একা গুনছি শেষের দিন,
হঠাৎ আলোর ঝলকানি লেগে
কুয়াশায় মোড়া হতাশারা বেগে
ছুটছে দিগ্বিদিক।
শেষ বিকেলের দিবাকর যেন হাসিছে একটু ক্ষীণ।
মলিন বদনে দাঁড়ালে সুমুখে তুমি আভরণহীন।


মেঘের আড়াল দুহাতে সরিয়ে
সোনালি আলোয় ভুবন ভরিয়ে
ভাস্কর যেমন হাসে--
তোমার পরশে হৃদয় আমার সুখের সাগরে ভাসে,
আড়ালে দাঁড়িয়ে সৃষ্টিকর্তা অমলিন হাসি হাসে।


২১/০১/২০২১ ইং