আমরা এখন করোনাকে পাই না মোটেই ভয়,
যত বড়ই হোক সেয়ানা যতই করুক লয়।
পাশের বাড়ির সনু মামার ধরলো একটু কাশি,
তাই না দেখে মনু মামার কী যে হাসাহাসি!


দুভাই মিলে মনের সুখে খেলো খানিক তাড়ি,
দুদিন পরে সনু মামা দিলেন স্বর্গে পাড়ি।
হয়েছিলো করোনা ওর বলে পাশের লোক,
মনু মামাও দিলেন পাড়ি সইলো না তার শোক।


তবু্ও  মুখোশ পরবো না কেউ করছি আমরা পণ,
গোষ্ঠীসহ মরলে মরবো করে যাবো রণ।
মুখোশ ছাড়া হাট-বাজারে ঘুরি মনের সুখে,
করমর্দন করি সবাই সকল সুখে-দুখে।


হাওয়া খেতে ইষ্টিশনে যাই বিকেলে রোজ,
মুখোশবিহীন সবাই মিলে করি গল্প, ভোজ।
মুখোশ থাকলে মনের সুখে যায় কি বলা কথা?
করোনা তুই থাক না রে ভাই যেমন খুশি যথা!


তোমরা কেন টিকা নিতে বলছো বারেবারে?
টিকা ছাড়াই করোনাকে মারবো ধরে ঘাড়ে।
আমার গায়ে অনেক শক্তি কিলিয়ে মারি বাঘ,
করোনা তো মশা-মাছি; নয়--বড়জোর বাগ।


১৭/০৪/২০২১ ইং