গাছের মতো উপকারী বন্ধু কোন নাই,
ছায়াঘেরা গাছের নিচে শান্তি খুঁজে পাই।
গাছের ফলে পুষ্টি জোগায় পুরায় মনের সাধ,
আসুন সবাই গাছকে বাঁচাই মিলাই কাঁধে কাঁধ।


ক্লান্ত পথিক, শ্রান্ত কৃষক গাছের নিচে ধায়,
ক্ষণিক জিরান দিয়ে তারা আপন কাজে যায়।
কত সুখে গাছের ডালে পাখি করে বাস!
অকারনে শ্বাপদ মানুষ গাছের করে নাশ।


জীবন বাঁচার অক্সিজেন ওই গাছে জোগান দেয়,
গাছের নিচে কত মানুষ সুখে নিদ্রা নেয়।
বৃক্ষ কেটে মানুষ বানায় কত গৃহসজ্জা,
গাছকে ধ্বংস করতে মানুষ পায়না কোন লজ্জা।


পুত্রে যেমন পিতার আদর নির্ভরতার সুখ,
ক্লান্ত পথিক বটের ছায়ায় ভুলে যেমন দুখ,
পিতার মতো, বটের মতো ছায়াবৃক্ষ চাই,
যাহার নিচে সবাই মিলে শান্তি খুঁজে পাই।


ব্যক্তিস্বার্থ, হিংসা-ঘৃণা ভুলে ধরো হাত,
গাছকে বাঁচাই, দেশকে বাঁচাই সুখে কাটাই রাত।


১৪/০৯/২০২০ ইং