কত রঙ্গ এই না বঙ্গে দেখছি দিনে-রাতে,
রাজনীতির এ নোংরা খেলায় মরছে মানুষ ভাতে।
গাছে উঠে দুষ্টু বানর খাচ্ছে নেচে কলা,
শিয়াল মশাই সমানতালে দিচ্ছে নানা শলা।


শস্য ফলায় কৃষক-মজুর পায়না সঠিক মূল্য,
এমন পেশা জগতে নেই ওদের সমতুল্য।
সবার খাবার জোগান দিয়ে কৃষক চোষে আঁটি
বানর শিয়াল ঘোড়ায় চড়ে দেখায় দন্তপাটি।


পায়ের উপর পা-টি তুলে বানর রাজা বলে,
সময় মতো বখরা দিলে থাকবি তোরা দলে।
দলে থাকলে ভালো থাকবি নেইতো ভাবনা কিছু,
নইলে আমার ছাগলগুলো নিবে তোদের পিছু।


দুষ্টু বিড়াল সুযোগ পেলেই ঘরের ভেতর আসে,
খাবার থালার মাছটি নিয়েই মিটিমিটি হাসে।
যতই তুমি দাওনা তাড়া আবার আসে ফিরে,
ঘাপটি মেরে বসে থাকে হাঁড়ি-কুড়ির ভিড়ে।


খাবার পেলে বিড়ালগুলো ভদ্র বাঘের বাচ্চা,
পেটের চামড়ায় পড়লে টান আর থাকে না তো সাচ্চা।
কেড়ে-কুড়ে খাবার খেতে পায়না ওরা লজ্জা,
এমনি করেই চলছে মানুষ জ্বলছে অস্থিমজ্জা।


দ্বিপদী এই জন্তুগুলো জ্বালায় দিবস রাত্রি,
পরের ধনে পকেট ভরে সাজে তীর্থযাত্রী।


০৬/০৯/২০২০ ইং