যে কবিতা এখনো হয়নি রচিত,
ধারনা আসেনি মনে;  
যে  তৈলচিত্র এখনো হয়নি অংকিত,
নকশা আসেনি শিরে;
যে কর্ম এখনো হয়নি সাধিত,
পদবিক্ষেপ আসেনি ভিড়ে।


সেই কবিতার কথা, ছন্দ আর ভাব নিয়ে
এখনি কেন দ্বন্দ্ব মুখর তোমার নিশীথ;
সেই তৈলচিত্রের রঙ, তুলি আর নাম নিয়ে
এখনি কেন রঙ্গ ধূসর তুমি ব্যাথিত;
সেই কর্মের উদ্দেশ আর সফলতার আঁশ নিয়ে
এখনি কেন মন্দ ঊষার গগন হবে লালিত।


তোমার মনের অসংগতির দুস্থ আঙিনা,  
আগামী কবিতার অন্তর আমি জানিনা,
তৈলচিত্রের রং তুলিও আমি কাড়িনা,  
কর্মের উদ্দেশ বিশেষও আমি মানিনা,
মনের গভীরে কি লিখা আছে, জানিনা,
অচেনা মতাদর্শের তর্ক শুধু বাড়াবে আকাশে লালিমা।