আরো উন্নতি কিছু হতে পারে,
আরো উন্নতি কিছু হতে পারতো ।
যেভাবে যা ছিল যা আছে ,
যা বা যারা থাকবে বলেছিল ।
একসাথে সব ছাতা ছুঁড়ে ফেলে,
আমার তোমার বৃষ্টিতে ভিজেছিল।
ভুলে গেছিলো তারপর ,
জীবনের পথে হাঁটতে হাঁটতে ।
যা যা অনুঘটক যা যা বিষ ,
টেনে এনেছিল সমস্ত প্রলয় ।
যা ভুল ছিল আমার, সংকোচ ভয়-
সব ফেলে সে মুহুর্তে সাহস যদি আসত,
হয়ত উন্নতি হত আরো আরো ভালো হত।
তবু,
সুযোগ যদি আসে আবার, ফের বেড়ে ওঠার !
যদি আবার লিখতে পারি জীবনের পাতা পুনরায় !
হাসতে হাসতে ফের একই ভুল করব আমি ।
উন্নতির চাহিদায় কে বাঁচতে চায় -
যদি জীবন ডাকে আয় আয় ।
জীবনের রাস্তায় চলে যাব একই ভাবে,
শিশুর মত উত্সাহে - বদলাই যদি
ভালো মানুষ হব আরো -বাকি সব ভুল করব ফের
উন্নতির প্রতিযোগিতায় রাস্তা ভুলবো না বেঁচে থাকায় ।