জন্ম থেকেই পরগাছা যায় জড়িয়ে
ছায়া আড়াল খোজে সঙ্গোপনে লুকিয়ে
মান অভিমান চুন খসলেই প্যাচে
সম্মান উছলে উঠে উত্ফুল্লে নাচে
সঙ্গে থাকে বলেই তার দাবি যেমন
পিছু ছাড়ার ইচ্ছা মোটে নেই তেমন
মায়ের কাছে নাড়ির টানে দড়ি আঁটা
পিতার কাছে অস্তিত্বের টিকিট কাটা  
ভাই-বোন চুড়ির বাঁধন ভালোবাসা  
সন্তান বাত্সল্যে, পত্নী হৃদয়ে আশা
চেনা সমাজ প্রতিবেশী নিজেই ধাঁধাঁ
শেকড় টেনে নদীর ঘাটে নৌকো বাঁধা
আত্মীয়তা সবার আগে এসে দাঁড়ান
লতায় পাতা বসুদেব কুটুম্বকম্ |