হাসতে মানা
----------
গোমড়া মুখো ষাঁড়ের যেমন
গোঁ ওঠে তো নাক বরাবর
সিংহ মশাই শিকার ছাড়া
আসন ত্যাগে বড়ই নাচার,
হাসির কথায় এদের আবার
সকাল সন্ধ্যা একই আচার;
হাসতে পারা কি সহজ কথা
মানুষের তো আক্কেলে ব্যথা,
গরু মহিষ ফেললে হেসে
মানুষ লজ্জ্বা পাবে শেষে।


হাতে তালি
----------
চার পায়ে তো দাঁড়াতে হয়
তাতে আবার বেড়ি পরায়,
বাঁদরের হাত ব্যস্ত থাকে
গাছের ডাল ধর-পাকড়ে
হাত দুখানা খালি পেলে
খুশির তালি দুহাত তুলে!
লুকিয়ে ইগো এখনো মানুষ
হেলথ ক্লাবে উড়ায় ফানুশ।


পুং-কার
--------
চিন্তামণির চিন্তা কিসে
চাঁদ উঠেছে ভাগ্যাকাশে,
মেয়ের দায়ে বাপের রণ
পুরুষ বলেই পরাক্রম!
ডাক্তার তাই শিকার করে
নারী ভ্রুণে বাপের নাম;
পুরুষ মশাই একাই এখন
তিন ভুবণে করবে চারণ!


অক্ষয় লাভ
----------
মাছের আবার দীর্ঘ আয়ু
জল শুকালে নেভে বায়ু
মোরগের বড় হবার দিন
মুরগি খোঁজে নিজের ডিম,
হাঁসের বাচ্চা প্যাক প্যাকিয়ে
হজম করে মায়ের ঋণ;
স্বর্গ বাসের অনুষঙ্গে
অক্ষয় লাভ পুরুষ লিঙ্গে!
~***~