হয়তো আবার পিয়া বেশে,
প্রকৃতির ক্রিয়া দেশে l
হাজার স্বপ্ন মেঘ..
নীল আকাশের পাশে l


দাঁড়ানো চুমুক এঁটো করা কাপে,
জড়ানো স্মৃতি ইঁটের দেওয়ালে l
দুটো নাম আজো রয়েছে স্পষ্ট ,
চোখের ভাষায় নৌকা ভাসে
বাস্তবতায় সবই নস্ট l


চলে যায় দিন ঘড়ির কাঁটায় ,
নীল মেঘ বা নকশিকাঁথায় l
দূরত্ব তবু মাথাচাড়া দেয়,
জীবন নদীর অববাহিকায় l


তবুও আজো শান্তি খুঁজি ,
নোনা ধরা সেই রাস্তা বুঝি l
শ্যাওলা ধরা ক্লান্ত পায়ে,
একলা আমি তোকে খুঁজি ll