ভীষণ স্বপ্ন ছিল-তুমি আসবে
মাঘের এই তীব্র শীতে
আমার উলঙ্গ কবিতারা পাবে
এক-একটি গরম সোয়েটার ।
কথা ছিল, এই শীতের পাসপোর্ট নিয়ে
আমরা আগ্রায় যাব
হাতের তালুতে নিয়ে দেখব তাজমহল,
তুমি হঠাৎ ব্যস্ত হলে
নির্জনতার দোহাই দিয়ে, পিকনিকে গেলে রাজেন্দ্রপুর ।
কথা ছিল একটি শাওয়ারের নীচে
ভেজা উষ্ণতা ভাগাভাগি করে
আমরাও বুনব আগামী বসন্তের বীজ
তুমি হঠাৎ কঠোর হলে
ভীষণ মৌলবাদী হল তোমার সাম্প্রতিক শব্দাবলী ।
কথা ছিল এবার গল্প হবে
আঙ্গুলে আঙ্গুলে কোলাকোলি করে
আমরাও হেঁটে যাব জীবনের দীর্ঘ পথ
তুমি হঠাৎ মৌন হলে
হরতালে সমর্থন দিয়ে ভীত হলে সন্ত্রাসবাদে ।
তৃতীয় বিশ্বের রাজনৈতিক শ্লোগানের মতো
প্রথাসিদ্ধই তুমি এলে না,
সমস্ত আশ্বাস ব্যর্থ করে
আমার স্বপ্নের শব মিছিলে
তুমিও হলে দারুন স্বৈরিণী ।
শুভকামনা। ভালো থাকবেন।
একটু কনফিউজডই হ'লাম মনে হচ্ছে।
উপোষী উষ্ণতা
অপূর্ণ আকাঙ্ক্ষা ......।।
অনবদ্য কবিতা।
পুনঃ যদি পারেন আমার কবিতা (পৌষ খেজুরে তোর সুধা) চেখে দেখবেন । আপনার মত রসিকের জন্য অপেক্ষা করছে। আর
কবিতা ( আঠারো উনিশের নামতা)র - মন্তব্য গুলো পড়বেন। কারণটা নিজেই বুঝবেন। ধন্যবাদ।
তুমি ও হলে দারুণ স্বৈরিণী।
ভালো লাগলো কবিতা।
কবির জন্য শুভকামনা।
শুভেচ্ছা সদা ।