পৃথিবীটা বড়ই স্বার্থপর!!
ভুল ভাবনা,

পৃথিবীতে যে মানুষগুলো বাস করে
তারাই নাকি স্বার্থপর।

নিজের স্বার্থে কখনো তোষামোদ
কখনো তেলে মাথায় তৈললেপন,

কখনো সুনাম লাভের স্বার্থ
কখনো সম্মানের;

কখনো বা সম্পদ লাভের;
কখনো আবার মান হানি না হওয়ার স্বার্থ।

যারা শুভ্র পোশাক পরিধান করে
স্বার্থপরের বুলি আওড়ায়,
তাদের মুখে আমি কাদা
ছুঁড়ি মৌনতায়।

যারা নিজের ক্ষীণ লাভে মিথ্যার
পাহাড় বানায় জনসমাগমে,

নয়তো পরের জন্য করে গর্ত
আমি তাদেরই বলি কাদা ছুঁড়ি মৌনতায়।

আমি ধিক্কার দিই তাদের যারা অভিনয় করে নিঃস্বার্থের
অথচ আধো আলোয় তারাই ঢাকে স্বার্থের আবরণে,

ওরা প্রত্যহ পয়দা করে মিথ্যার মিশাইল
অবলীলায় করে ধ্বংস যজ্ঞ।
গড়ে তোলে অঢেল সম্পদের স্তম্ভ।

এরা ভোগ বিলাসিতায় নিত্য লিপ্ত চাই আরো আছে যত।
এরাই নাকি সমাজে সবচেয়ে ভদ্র অগ্রগণ্য??