ঋতু রাজ বসন্ত
    যেমনি তার উন্মাদি রূপ
তেমনি তার ছোঁয়ায় প্রাণ হয় ব্যকুল,
    মন হয় দুর্বার অশান্ত।


         ভাল লাগে ফুল
       পলাশ চাপা শিমূল,
      আরও আছে অজানা
          আমের মুকুল।


    মৌ মৌ গুঞ্জন তোলপার চারিধার,
প্রত্যাশী মন তৃষিত ধরায় প্রতিক্ষা বার বার।


           কেন অমন তিতিক্ষা;
     ছুঁয়ে ছুঁয়ে যায় তবুও না ছোঁয়,
        অব্যক্ত আশার দীপ্ত আভা
           ধপ করে নিভে যায়।


একে একে প্রতিভাত হয় শুণ্য হৃদয়ের ব্যকুলতা
তিক্ত দাহে বার বার দগ্ধ নেই কোন প্রতিকূলতা।