তোমার আমন্ত্রণ
যখনই পাই তড়িঘড়ি করি,
ছুটে যেতে চায় মন।


সময় ঘড়িটা কচ্ছপ বেগে
টিক টিক আওয়াজ তুলে কখন যেন
আমাকেই ফেলে যায়।


আমি বিদ্যুত বেগে চলতে গিয়ে
হোঁচট খাই, পড়ি হুড়মড়িয়ে।


কোন কাজে হাত দিলেই চুম্বকের মতো লেগে থাকি।
শামুকের মতো হই ধীর ।


আর তখন তুমি কর অভিমান
গাল ফুলিয়ে যাও চলে...


আমি মরি বিরহে,
পারি না বুঝাতে অব্যক্ত মনের আকুলতা।
বিষণ্ণরা এসে দেয় টিটকারী।


চৈত্র তাপ দহ জ্বালায় মন।
শুষ্ক মরুভূমি মন ভোগে পিপাসায়।


অপেক্ষায় থাকি কখন বৃষ্টি হয়ে
এসে ভেজাবে আমার চৌচিরা মন।
ভাঙ্গবে মান জড়িয়ে দুহাতে।


আমি কবুতর হয়ে ঘুরব
পাশে পাশে একান্তে ভালোবেসে।


কোকিল কণ্ঠে শুনাব গান
মুগ্ধতায় কাছে টানবে;


ফিসফিসিয়ে বলবে
মনের গোপন না বলা কথা।


আদরে আদরে ভরবে মন।
দুজনে ভিজে যাব ঝর্ণায় হব একাকার।    


কল্প মনে ভাসাব তরী শান্ত জলে
বৈঠা বিহিন নাও চলবে বাতাসে দুলে দুলে।


বাজাবে তুমি কৃষ্ণের বাঁশি
আমি মুগ্ধ মনে হেসে যাব মৃদুল হাসি।