তুমি জান কি???
          তোমার দৃষ্টির গভীরে,
          আমি দক্ষিণ মহাসাগরের
          নীল জল দেখেছি;

দেখেছি গভীর বরফ শীতল
জলে নীল তিমিদের বিচরণ।

হয়তো আরও নাম না জানা
জলজ প্রাণীদের অভয়ারণ্য।

আমি শুধু মুগ্ধ মনে বিস্ময়ী
ভাবনায় ছিলাম বিভোর..