*★তুমি ও আমি★*
লেখক মোঃ জুনায়েদ খান অনিক


"তুমি রৌদ্রময় জীবন হলে,
আমি হতে চাই আলোছায়া,,,,,!!
"তুমি নিলচে শাড়ি হলে,
আমি হতে চাই ঐ নিলচে মুগ্ধতার আকাশ",,,,,!!
"তুমি এক মুঠো ভালোবাসার সাত রং হলে,
আমি হতে চাই মুক্ত আকাশের সুতোকাটা ঘুড়ি",,,!!
"তুমি উজ্জ্বল মন মুগ্ধকর আলো হলে,
আমি হতে চাই সেই আলোর মাঝে না দেখা এক রশ্নি",,,,,,,,,,!!


"তুমি সকালের সূর্য মাখা রোদ হলে,
আমি হতে চাই বিকেলের আবছা ছায়া",,,,
"তুমি টুপটাপ শিশিরের ভিড়ে প্রভাতের আলো হলে
আমি হতে চাই ভরপুর গোধূলির আলোমাখা মায়া",,,,,,!!
"তুমি মধ্যে রাতের নিরবে লজ্জায়  ঢেকে থাকা পূর্ণিমার চাঁদ হলে",
"তবে তাহলে আমিও হতে চাই অস্পর্শ জোৎসনা রাতের আলতো ছোঁয়া",,,,,,,,!!
"তুমি ওই রাতের আকাশের শরীরে আকড়ে ধরে রাখা চাঁদ হলে",
"আমি হতে চাই সেই রাতের আকাশের শরীরে ভেসে থাকা এক-একটি তারা",,,,,,!!!


"তবে আমি হতে চাই না আবারোও শত রং দিয়ে আকা তোমার প্রতিচ্ছবি""
"বরং তুমি আমায় তবে সাদা কালো জল রংঙে আবছা করে এঁকো",
"তোমার অস্পর্শা ছোঁয়ায় আমি না হয় আলতো স্পর্শ হয়েই থাকি",,,,,!!
"এক আকাশ বিস্ময় নিয়ে অবাক চোখে তুমি তাকিয়ে থাকবে আমার দিকে",
""হয়তো আমার লেখা কোনো কবিতার মাঝে থাকবো আমি ধূসর গোধূলি হয়ে""",,,,!!
""তুমি যদি আমার লেখা কবিতা হও
তবে আমিও হতে চাই বেমানান"",
""তুমি যদি আমার লেখা গল্পের ভিন্ন রংঙ হও,
তবে আমি হবো সেই লেখা গল্পের শেষ লাইন"",,!!!!!!!!