মলাটে মোড়ানো ঘোলাটে আবহাওয়ায়
তোমাকে নিয়েই ভেবে ভেবে দিন যায়।


কে যেন এক গুপ্ত ঘাতক আলো করে ছিন্তাই
অন্ধকারে ই চোখ মেলে থাকি রাত আসে দিন যায়।
ইমেইল  ‌মেসেঞ্জার টেলিভিশন সবই আছে খোলা
প্রতীক্ষায় পাতা উল্‌টায় কোন নতুন খবর আসে না।

দিনের আলো রাতের আধার সব আজ একাকার
তোমার আমার অবাধ্য জীবন ভীষণ রকম বেকার।
প্রাণ ভরে নিতে মুক্ত বাতাস হৃদয় চাই একটু অবকাশ
মুক্তি পেল না বন্দি জীবন চার দিকে বয় বিষাক্ত বাতাস।


ছুটা ছুটি ময় ব্যস্ত জীবন
হতাশায় বসে খুঁজে নির্জন।
অন্ধ পশুরা চলে সুযোগ খুঁজি
কার রুটি তে কেউ করে রুজি।


জীবনের তাগিদে যে যন্ত্র চালা তো
আজ সে ঘরে বসে বিষণ্ণ ক্ষুধার্ত।
কুলি দিন মজুরের ঘাম আজ ঝরছে না
ব্যথা বুকে নীরবে কাঁদে সুন্দরী শহর টা।


কে আজ যোগাবে অন্ন মায়ের মুখে
কৃষক কৃষানী ভয়ে ঘরে বসে আছে
শ্রমিক মজুর মধ্যবিত্ত মহাজন
এ আঁধারে হারায়ে গেলো কত-জন।


যারা আজ আছি বেঁচে মৃত্যুর কাছে কাছে
তাদের স্বচ্ছ দিন বড় প্রয়োজন
পথ চেয়ে বসে আছে দু চোখ অপলক
ঘোলাটে দিনে নামুক আলো র ঝলক।