মরা নদী চলে
চৈত্রে বুক জ্বলে
কিশোরী যত মেয়ে
খোপা র চুল খুলে
ভাসিয়ে নদী জলে
দুপুরের কালে
স্নানে দলে দলে।
দু পারে সবুজ মাঠ
হাঁ সে নদীর ঘাট
কচুরি র ফুলে ফুলে।
জল করে ঘোলা
করে তারা খেলা
করবে কে মানা
নৌকা টা বাঁধা
নেই মাঝি দাদা।
১৬/০৫/২০
মরা নদী চলে
চৈত্রে বুক জ্বলে
কিশোরী যত মেয়ে
খোপা র চুল খুলে
ভাসিয়ে নদী জলে
দুপুরের কালে
স্নানে দলে দলে।
দু পারে সবুজ মাঠ
হাঁ সে নদীর ঘাট
কচুরি র ফুলে ফুলে।
জল করে ঘোলা
করে তারা খেলা
করবে কে মানা
নৌকা টা বাঁধা
নেই মাঝি দাদা।
১৬/০৫/২০
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ৩টি মন্তব্য এসেছে।
অপূর্ব ছড়া
ভাল থাকুন , রক্তিম শুভেচ্ছা ।
অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম কাব্য পাঠে
শুভেচ্ছা অফুরান প্রিয় কবি
ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়।
অসামান্য..! কবির জন্য অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থাকুন।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.