আর একটুখানি
তারপরেই আমরা পৌঁছে যাব
রঙিন স্বপ্নের দেশে।
আমাদের চারপাশে থাকবে
অজস্র উঁচু উঁচু বাড়ি
রাস্তার দুধারে নানা
গন্ধহীন রঙিন ফুলের গাছ
রাস্তা গুলো যেন
কার্পেটে মোড়া।
চারদিকে এক
অদ্ভুত নৈঃশব্দ্য
মানুষেরা আছে কিন্তু
যে যার মতো
তারা মস্তিষ্কের অধিকারি
কিন্তু হৃদয়হীন
সকলেই ব‍্যস্ত
কেউ কারো দিকে তাকায় না
কথা বলেনা
রাস্তার পাশে সারিসারি রোবট
যেকোনো চাহিদা পূরণের
জন‍্য প্রস্তুত।
ক্রেডিট কার্ড আনুন
আর নিয়ে যান খুশীমতো।
কিন্তু খবরদার
হৃদয় চেয়ে
কাউকে বিব্রত করবেন না
কারন এখানে
সবাই হৃদয়হীন হয়েই বাঁচে
তবে সুখবর
বিজ্ঞানীরা চেষ্টা চালাচ্ছেন
রেডিমেড হৃদয় বানবার।
খানিকটা সফল ও হয়েছেন।
একটা বহুজাতিক সংস্থা
সবার চাহিদার কথা
মাথায় রেখে
আনতে ঢলেছে
হৃদয়ের নানান প‍্যাকেজ।
নগদে এবং সহজ কিস্তিতে
উপলব্ধ।