পাঁচসিকের দিনকালে ধুলো ধুলো দু মুঠো স্বপ্ন ,
ঘুম আসে না তার চোখে আজও কেন ?
তৃতীয় বিশ্বে সূর্য উঠে কি ? ভাত না রুটি
চাঁদের গায়ে গ্রহণ লেগেছে আজও ,প্রেম নয় শরীর'ই ।।


অট্টালিকা গুলো দর্শক ,ঘুমের আদতে
সেই মেয়েটি অন্তঃসত্বা ,"জানে না পিতাকে?"
চাকরির বিজ্ঞাপনে সময় কিনছে বার্ধক্য ।
প্রেমহীন সেই ছেলেটি আকাশ গুনছে রাতে"বাঁচার দাম কত?"


মিডিয়াতে 24×7 এ স্বপ্ন বিক্রির ইস্তিহার
সিরিয়ায় রক্ত হোলি,খোঁজ রাখার কি দরকার ?


এরপর সিগারেট দেশলাই'এ পুড়ছে দেশ
নেতার ভাষণ বড্ড মিষ্টি ,এমনি চলছে ,চলবে বেশ ।।


কোনো এক ফাল্গুনে দেখে নিও হবো আমিও খুন
সীমানা ভেঙে পাথরে লাগেব সেদিন  আগুন ।।