##
সেই তুমি ,সেই মায়াবী চোখে  কালা চশমা,
সেই আমি ভবঘুরে ,তোমায় না দেখেই একদম ফিদা ॥
সেই ফাল্গুন ,সেই পলাশের সুবাস ,
হলুদ শাড়িতে তোমায় বেশ মানায় ,আমার হৃদয়ে তোমার বসবাস ॥
         আজ সবই গল্প কবিতায় .... ॥


##
জমছে গেছে পাহাড় ,মেঘের আড়ালে উঁকি মারে চাঁদ ,
রাস্তাটা চলে গেছে অনেক দূরে ,তপ্ত রোদে পুড়ে গেছে স্বপ্নের আবাদ ॥
তোমার নামে ভুল ঠিকানায় চিঠি
এখন জানালায় চাঁদ ছুঁয়ে যায় না আর ,হঠাৎ উদাও রাত পাখী ॥
              আলমারিতে থাক সাজানো কিছু গোলাপী অভিনয় .... ॥


##
এ দিকে রক্ত ঝড়ে ,উল্টো নিয়মের গান ,
নীল আকাশ গোলাপীতে সাজাই ,পাই শুধু অপমান ॥
ধ্বংসের প্রতিছব্বিতে ওরা চোরাবালি আঁকে ,
হঠাৎ ঘুম ভাঙ্গার রাত গুলো কোলবালিশে কাঁদে ॥
আপন বলে ডাকছো আজ যাকে দেখবে সেও যে
          আপন তোমার নয় ... ॥