"কোথায় যাবেন ? " ...কলকাতা "
আপনি ? আমিও আর আপনি
কে ? আমি ? আমি ব্যান্ডেল "
তারপর?...হায়দ্রাবাদ ..কাজ করতে
সাটারিং এর কাজ ..।"
" স্কুল সেই ছোট্টো বেলায় ছেড়েছি
পড়াশুনার টাকা ছিল না ...এখন বিদেশগামী।"
পাশে বসে থাকা ছেলেটি  মোবাইল টিপতে টিপতে
জবাব দিল ...আমি বললাম ..এই পড়াশুনা করছি
যানি না ভবিষ্যৎটা কোথায়...?
নাহ্ পড়াশুনা করলেই চাকরী পাওয়া যায় না
আজকাল ..নগদ মাল্লু লাগে ।
কোথায় পাবো ওতো টাকা ?
তবে ? জলকাদা রাস্তায় চলতে ভালোলাগে আমার।


এতো জল ? একি কোত্থেকে এলো ?
বারসই এ...বন্যা । যতদুর চোখ যায়
জল আর জল...স্থলের কোনো চিহ্ন নেই।
নাহ্ এখানে অজয় নেই ,নেই দামোদর
তিস্তা তো সেই দুরে জলপাইগুড়ি
তবে ?  ..... কার বাঁধ ভাঙ্গল ?
মহানন্দার কি ? নাকি আকাশ থেকে মেঘ
খসে পড়েছে ...লে হড়কা এর মতো ?
ওই দেখ দুরে কয়েকটা কদম গাছের মাথা
মাটির বাড়িগুলির চিহ্ন নেই
কয়েকটা ইটের বাড়ি এখনো মাথা উঁচু করে দাড়িয়ে
অথচ ...দেহের বেশীর ভাগটা জলের তলায়
অহংকারটা বুঝি এই জন্যই বেশী?
কয়েকজন কলাগাছের ভেলা নিয়ে কি যেন করছে
ওহো ...এই তাঁবু গুলো বুঝি ওই গ্রামের লোকগুলির
কি খাবে ? জল পাবে কোথায়? খাওয়ার জল
সব তো ভেসে গেছে ...সবটুকু
একটু একটু করে যখন সঞ্চয় করেছিল স্বপ্ন দিয়ে  
এক নিমেশেই সব আজ তাসের ঘর ।।



(রাধিকাপুর এক্সপ্রেসের জেনারেল বগি,2015-17)