বড্ড কষ্ট হয় এখন ,তোকে দেখে।
পায়ের নিচে জল ছিল না,বৃষ্টি চেয়েছো নীরব মেঘে ।।


সেবার পদ্মা পুকুরে ভিজেছিল আঁচল,
ঘাস হয়েছে উঠোনে,পারদ মাপে তল।।


ভিজে চুল ,ভুল ,সে ফুলে,বৈশাখী
প্রেম ছিল না তার, ঠোঁট ছুঁয়েছে "আসিকি" ।।


তবে...
এখন পাহাড় মাপে ,শক্ত কত?
নোনা জলে ধুয়েছে সে শুকনো ক্ষত ।।