#বিসর্জন


©জ্যোতির্ময় রায়


সেদিনের মতো আজও রাজপথ জুড়ে আলোর স্তুপ ।
একদিকে মিথ্যের বিজ্ঞাপনে "আধো আধো প্রেম "
কিংবা হঠাৎ আলেয়া ।ফসফরাস উঠে জ্বলে ।
হায়না গুলোর চোখে শরীরী নেশা।তুমি আমি চুপ ।।


ওদেকি রক্তস্রাবে আলপনা।ঋতুকালীন।
মন্দির আর মসজিদ দোকান মাত্র ।
ওপড়ার টুলটুলী এখন নিষিদ্ধ পাড়ায় শরীর বেচে ।
ওনাকি ধর্ষিতা তাই ও সমাজহীন ।।


হাত বাঁধা অদৃশ্য বন্ধনে ।হিউজ সিলেবাস ।
পড়ার থেকে ওজন বেশি ।আগামী জীবন্তলাশ ।।
পুজো শেষ।গঙ্গায় ভাসবে মাটির প্রতিমাও ।
"প্লিস মা !আমার পাপ গুলো সব ধুয়ে দাও "।।


এর থেকে এসো ভেঙেফেলি শিকল।
ধর্ষক যদি সিনেমার হিরো হয় তবে ধর্ষিতাও গঙ্গা জল ।।
মনের মাঝে জমতে থাকা রোজের ধূলিকণা ।
বিসর্জনের দিনেই নাহয় একটু বিদায় দেই না !!