এইতো সেদিন মেয়টা গলায় দিল ফাঁস
গায়ে আগুন দিল সদ্য বিয়ে হওয়া মেয়েটাও ।
নিউ পেপার বিক্রি করে " ধর্ষিত মেয়েটার চিৎকার "
নিরবে সয়ে যায় গৃহবধূ "আধ পেটে খিদে" ॥


জানি তোমারও আজ মন খারাপ ,কারণ ছাড়াই
ব্যালকনি প্রতীক্ষায় থাকে শুকনো গোলাপ
চাওয়া-পাওয়া সময়ের স্রোতে ভেসে গেছে
টাইমলাইনে ঘুমহীন চোখে সমুদ্র সফেন ॥


প্রিয় মানুষের মুখোশে স্মৃতি চিহ্ন "পাশে থাকার "
জোনাকিও ঘুমায় রাতে ,চার দেওয়ালের স্ক্রীনে
ফসফেটিক রিফ্লেকশন ,গাছের নিশ্বাসে নিকোটিন।
সমুদ্রের হৃদপিণ্ডে প্লাস্টিক অর্গাজোম   .... ॥


এন্ড চেক মেট .... মৃত্যু ফাঁদ...
জেনিটিক মিউটেশন কিংবা error  ॥