ঝরছে ঝরতে দাও ....পুড়ছে পুড়তে দাও
যতখন না সিগারেটর শেষ টান দেওয়া যায়
পুড়তে পুড়তে .....একদিন ছাইভস্মে যদি
খুজে পাই ....হৃদয়ের শেষ একটু ছোয়া ।
নাহ পুনঃউথ্থান নয় ....শেষ বেলায় ধোয়াশা নিশ্বাস
সবটা সেই দিনই শেষ হয়ে গেছে
যতটুকু ছিল বিশ্বাস ......।


তারপর ........
দুটি পথ .....দু জনের  .....চলে গেছে ।
                      অন্তহীনে ......।
বদলে সব কিছু যায় না ...বদলিয়ে নিতে হয় ।
দূরত্ব যত বাড়তে থাকে
মার্ধাকর্ষন তত কমতে থাকে
অভিকেন্দ্রবলে নিক্ষেপিত বৃত্ত থেকে
............আর হৃদয় জমে পাষাণ।


ঠিক রিংটোন বদলে ফেলেছি
পুরনো একটা গানে নতুন সুর পেয়েছি
.......সেই যে একলা থাকার গান
গাইছি না .....আমি তো একলা ছিলাম না
আমার একটা একক হৃদয় ছিল
একটা মুক্ত মন .....উড়ে যেতে ছিল না মানা
পৃথিবীর প্রতিটি জিনিস ..ছিল আমার
সব ভালো লাগত  একদিন ।
তুমি এলে ,হৃদয় জুড়ালে ....আর তছনছ
করে ভেঙে চলে গেলে .....।


এবং ......
আমি বদলে গেলাম
আজ অভিব্যক্তিতে হৃদয়টা হিমালয় ।