আজও নিঃস্তব্ধ প্রহর কেটে গেছে
চায়ের কাপে ধোঁয়া ধোঁয়া পৃথিবী ।
হেঁটে চলা দিগন্তে ।।


বুকের উপর বয়ে গেছে খরস্রোত,
দোটানায় প্রাচীর এঁকেছে কাঁটাতার।
কবিতারাও মুখ লুকায় অজান্তে ।।


"তুমি'ও" বৃষ্টি হও
দূর্বার মতো সুরসুরি দিও পায়ে।
আমিও ছদ্মবেশী পরিযায়ী ততদিনে ।।


শব্দগুলো আজকাল বড্ড ছোঁয়াচে,
চোখের নিঃস্তব্ধতায় বিদেশগামী ডিঙা।
সেপথে আমায় ফেরানো আর কারো সাদ্দিনেই ।।