প্রতিটি ইট সিমেন্টে স্বপ্ন গুলো পুরনো আলমারিতে সাজানো।
কিছু লাল নীল আবিরের আলপনাতে আঁকা দেওয়ালে
কিছু ভালো থাকার অভিনয় যত্নে সাজানো ।।
ততদিনে পশ্চিমের জানালা যায় খুলে গল্প হবে বলে ।।


রোজ ভাত শূন্য হাঁড়ি আঁচলে আগলে রাখে কান্না ।
ওদিকে রোজের অফিস ফেরত বাস ট্রামের ভিড়ে এগিয়ে
যায় আরও কিছু স্বপ্ন ,আরো কিছু কথা হয় দশ ফুট বাই
দশ ফুটের একটা দেশ ,একটা পৃথিবী সাজে ভালো থাকার নামে ।।