আজকাল বস্তা ভর্তি কথার পাহাড়ে ট্রাফিক জ্যামে
আমার পৃথিবী । কয়লা কালো গোলাপে ছোঁয়াচে
ল্যাম্পপোস্টময়  মোমবাতি মিছিলে প্রশ্ন "রাজা তোর
কাপড় কোথায় ?" পুড়ছে ধর্ষিত শরীর আজ ওই ধর্ম ধ্বজায় ।।


তবে হোক আরও একটা আমেরিকার খোঁজ ।
মনের মুখোশ খুলে দিয়ে বিবেকি গল্পে শিরোনাম
হোক সংবাদ বিজ্ঞাপন । গাছের জঠরে তাজমহলি কোহিনুর ।
এখন তো সব হাতের মুঠোয় ,দূর নয় তো তোমার দূর ।।


হে নতুন ,দূষিত সমাজ আজও ,
আজও শিকল পড়া পায়ে তুমি আমি ।
পারলে মরূদ্যানে গোলাপি ক্যাকটাস ফুল
হয়ে সবুজ চাদর পরে নিও ।
তোমার পূর্বপুরুষ করে গেছে হাজার ধোঁয়াশার ভুল ।।