আচ্ছা ঘড়ির কাঁটাটা যদি উল্টো দিকে
ঘুরতো একবার ...কেমন হতো ?
নিশ্চয় অতীত ভবিষ্যৎ হতো !
সেই এক্কা দুক্কা অথবা ষোল গুটির
দিনের পৌঁছাতাম ...!
ফিরে পেতাম শৈশবের গোল্লাছুটের মাঠ ..
কমসে কম বদ্ধ মন তো মুক্ত হতো ?
ঠিক এভাবেই একদিন হয়তো
অশোক কিংবা রাম রাজত্বে পৌঁছাতাম ..
ভুল করে
আজ যে তার বড়ই প্রয়োজন
ক্রিটিক্যাল মোশনে (motion)পৃথ্বী l
আপেক্ষিকতার হাইপোথিসিসের মাধ্যমে
যদি বাস্তবতাটা নেগলেট করে
অতীতে যাওয়া যেত
দ্বিঘাত সমীকরণের মতো l


এই আবার একটা বছর শেষ হলো
নতুন একটা বছর এলো
অথচ রাস্তায় সেই শিশুরা
এখনো পয়সা চায় ...ভাত খাবে বলে
কৃষকও আত্মহত্যা করে ...কেন ?
বছর যাক বা আসুক তাতে কি ?
বদলে কি যায় সব ?
আসলে যে একটা নিদ্রা পূর্ণ রাত্রি দরকার l
রাজা বদল এখনো হয়
পোশাক বদল ঔরঙ্গজেবের l
নব বর্ষ আসে ..আবার যায় অজান্তে
ধামা চাপা পড়ে অনেক কথা
.............আর্তনাদ l
তবুও আশা থাকে বদলে ফেলার
যদি ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরে
   ভুল করেও একবার l