ওই মেয়ে তোর ডাগর বুকে ঘুম কুড়োতে চাই ,রাজপথে শব্দের মিছিলে  শীত ঘুমের প্রয়োজনে ।।


ওই মেয়ে তোর কাজল কালো চোখে আগুন
আঁকতে চাই ,পুড়ে যাবে ভিতর ভিতর হৃদয় ,অভিশাপে ।।


ওই মেয়ে তোর চুলের ভাঁজে রোজ লুকোচুরি করুক ইচ্ছে গুলো ,বাতাস ছুঁয়ে মুখ ঢেকে ।।


ওই মেয়ে তোর বুকের ভিতর কি ফুল ফোটে ?
মৌমাছি হয়ে শুষে নেবো মধুটুকু, পোহাতি আদরে ।।


ওই মেয়ে ,তোর নাভি পদ্মের গন্ধে সুরভিত হোক
পঁচে যাওয়া নোংরা শরীর আমার,নিয়মের প্রাচীর ,কাঁটাতার ।।


তোর যোনিতে আসুক আগ্রাসিত ঝড় , আধিপত্য করতে ভয় পাক পৌরুষ‍্য আভিজাত্য ,সাইক্লোনে ।।।
ওই মেয়ে তোকে নিয়ে মোমবাতি মিছিলে নয় ,
নয় কোনো সংবাদের শিরোনামে ।
তোকে চাইছি তোর পৃথিবীর তোর মনের সংসারে ।।