ডিজিট্যাল যুগ ...স্যাটেলাইটের
রেডিয়েশনে ..অন্তরজালে পৃথ্বী ।
ডেক্সটপে কিংবা স্মার্টফোনে সময় কাটে
হাতের মুঠোয় ...সব  ।
তবুও আজ ‘মন ভাল নেই,
কেউ তা বোঝে না, সকলই গোপন, মুখে ছায়া নেই।
চোখ খোলা, তবু চোখ বুজে আছি..."
কবির ভাষা ..সঙ্গে ভবিষ্যৎ পর্যবেক্ষণ ।
সেই দিনই  তো দিল্লিতে
মতিবুল নাইট ডিউটি সেরে রাজপথ ধরে
বাড়ি ফিরছিল ...কে জানত বলো ?
পেছন থেকে আসা অনিয়ন্ত্রিত বেগে গাড়িটা
ছিটকে ফেলবে রাস্তার ধারে ?
গুরুতর জখম হয়েছিলেন ঠিকই।
কিন্তু মতিবুলের তখনও প্রাণ দেহে ছিল
রক্তাক্ত, বিধ্বস্ত শরীরে কাতরাচ্ছিলেন।
পরবর্তী দেড় ঘণ্টায় যে নিদারুণ ঔদাসীন্য দেখা গেল আমাদের মধ্যে, তাতে জীবন
থেকে ছিটকে যাওয়া ছাড়া মতিবুলের আর কিছু করার ছিল না।
কিম্বা বাঁচার সুযোগ থাকলেও বিতৃষ্ণাতেই হয়তো আর বাঁচতে চাইতেন না মতিবুল।
সিসিটিভিতে দেখা গেল, ঘাতক গাড়ির চালক
এক বার নামলেন.... মতিবুলের অবস্থা দেখার উৎসাহ খুব বেশি ছিল না।
নিজের গাড়ির কোনও ক্ষতি হয়েছে কি না
দেখে নিলেন ঝলকে... তার পর গাড়ি নিয়ে সরে পড়লেন।
তারপর ..দ্বিশতাধিক গাড়ি পাশ দিয়ে গেল
কত পথযাত্রী চলে গেল পাশ দিয়ে ।
নাহ্ কেউ এগিয়ে আসেনি ..হাসপাতালে
কেউ নিয়ে যায়নি ..।
আজ না হয় দিল্লিতে ..কাল কলকাতায় বা
ব্যঙ্গালুরুতে ..কিংবা মুম্বাইয়ে
রোজ কত এরকম হচ্ছে সবটা সিসিক্যামেরায় মেলে না ..
সেই দিনই তো মায়ের কোল শূন্য হলো ..হাসপাতালে ঘুষ দিতে পারেনি বলে
দশ মাসের শিশুর চিকিৎসাই করলই না
ডিগ্রীধারি  ডক্টর  ।
আরো কত  ..ঘটনা ঘটছে কিছুটা নিউজ
পেপারে ..কিছুটা অজান্তে হারিয়ে যাচ্ছে ।
পারবে কি হিসাব দিতে এই ইলেকট্রনিক ডিভাইস গুলো ......?
এখন সত্যিই প্রশ্নটা থেকে যাচ্ছে শেষ পর্যন্ত
আমরা মানষিক ভাবে সুস্থ ?
সুস্থ মস্তিষ্কে অন্তত্য বিবেক বোধটুকু থাকে ....ধীরে ধীরে হয়তো যতটুকু আছে
সেটাও হারাবে ....তবে কি সত্যি আমরা
উন্নতির সর্ব্বোচ্চ শিখরে ?
এ কেমন উন্নতি ??