জানি আজও কিছু বৃষ্টি ছুঁয়েছে তোমার আঁচল ,
জানি আজও কান্না কিনেছে ফুটো টিনের চালে গড়িয়ে পড়া জল ।।
আমিও সেলফোনে ওপারে স্বপ্নকে করছি রোজ সস্তায় বিক্রি ।
জ্বরের শরীরে তুমিও তখন "মা" বলছো এই "তো বেশ আছি" ।।


হয়তো আজ রাতেও আধ পেটে শুকায়নি তোমার হাসিমুখ।
হয়তো আজও গিয়েছো দিন মুজুরের কাজে,হোক না যতই অসুখ ।।
আমিও তখন  ভিড়ের মিছিলে  একটা মুক্ত পৃথিবীর জন্য হাঁটছি ।
ফোস্কা হাতে তুমি মাঠে গিয়েছো ফের "মা",বলছো "এই তো বেশ আছি "।।