সেদিনের মতো আজও একটা মিছিল , মোমবাতিহীন
স্লোগানে যান্ত্রিক বিক্ষোভ ।বিজ্ঞাপনে সস্তার বিকিয়ে দেওয়া ঘাম ।
সারি সারি জীবন্ত শবে ....ক্লান্তি দূরের হাস্যকৌতুক  ।।


তুমিও গোলাপ পুষেছো একটা তাজমহলের জন্য ।
আর ট্রাফিকহীন রাস্তাঘাটে উদারতা কিংবা সিনেমা ।
রক্তটা শুকিয়ে গেছে সয়ে সয়ে ,তাপ ,চাপ কিংবা এক শ্রাবন বৃষ্টিতে।।


ভেজা বইয়ের পাতার মতো খুলে খুলে পড়ছে
জ্বলন্ত হৃদপিণ্ড ।আর আমি আটকে গেছি জেব্রা ক্রসিংএ ।।