#প্রবাহ


ধরে নাও এ শহরের প্রীতিটি আলোয় লিখে রাখা হোক "ভালো আছি "।ভীষণ কোনো অসুখ ।পুরোনো কোনো তারিখ খুঁজে খুঁজে গলি পথ।সুখ ।।


এবার পথ ধরে চলা। ঘাস শিশির ভেজা।আলো নিভে আসে ।সম্পর্কে।নিত্য সংসারী হয়ে উঠে মন।
ভিতর ভিতর পুড়ছে কেউ ,কেউ জল ভিজিয়েছে অচল ।


মৃত্যু-চোখে চশমা থাক।বিন্দুতে। বিরক্তিকর
এখন কথা ।শব্দ দূষণ ভীষণ বুঝি
আলো-চাঁদ দেখা।কলঙ্ক দাগ খুঁজি ...


©জ্যোতির্ময়


(অন্যরকম একটা এক্সপেরিমেন্ট ,ছন্দ এর)