একমুঠো আগুন দিও ।পুড়ছে শহর।রংরুটে...
মোমবাতিরা ঘুমাক ।বিজ্ঞাপন ছিড়েছে কেউ ,বুলেটে।।


মিছিলেও ক্লান্ত চোখ ,তার।বোকা স্বপ্নের দাবি
ঘড়ির কাঁটায় পারদ মাপ'ও।কলম চুপ তখন,সব সাবেকি ।।


এর থেকে এসো আগুন তুলে নি হাতে,পথ অবরোধে ।।
সাংবিধানিক বিচার হয় না'ত কখনো।তাই ডাক প্রতিবাদের ।।


উল্টো গুনটি জানো? কাম ডাউন ...
সময় কাটুক জমাট বাধা রক্তে।নিভে যাক আমিষি উনুন ।।