#


প্রজাপতি মন ছিল তখন ,
গোলাপি আবিরের দিগন্ত রেখা ।
কিছু গোলাপ ফুটে ,দুরু দুরু বুকে প্রথম
আলাপ ,নেশার মতো অভিকর্ষ । টিউশন ছুটি
সাইকেল নিয়ে পিছু ....... ।।


#
ব্ল্যাঙ্ক পেজে প্রেম পত্র ,কিংবা বেনামী
চৌমাথা মোড়ে "সবচেয়ে ভদ্র আমি "।
"পলট, পলট .. ওহ ইয়েস" মুঠোভর্তি জমানো আসা
'বলবো বলবো করি হয় না তো বলা ...নীরব ভালোবাসা ।।
  জমে থাকে কথা গভীরে তার জন্য কিছু .... ।।


#
স্বরস্বতী পুজো আসে ,আমার জামাই সাজ
দেখবো শাড়ি পরে তাকে ,তারই অপেক্ষা আজ ।।


#
তারপর ....


   আয়না ভাঙ্গে .... গাড়ির কাঁচ ভাঙ্গে
রিপোর্টারের ক্যামেরায় ঝলসে উঠে তার
তার রক্তাত্ব শরীর ,সংবাদ পত্রে শিরোনাম ।
"ট্রাকের ধাক্কায় ফের হাই ওয়ে তে ধুমড়ে গেল এক টেক্সি ,মৃত তিন "
আমি অপেক্ষায় থাকি .....  ।।