জানালায় দু একটা বৃষ্টির ফোটা
চশমার খুললে ঝাঁপসা পৃথিবী
আলো আঁধারে ছায়াবাজির খেলা
মাটির গন্ধে মিশতে থাকে ঘাম
অ্যাড্রিনালিন দেয়ে সিগন্যাল ...
চৌমাথা মোড়ে একা পাহারাদার  ল্যাম্পপোস্ট ,
নষ্ট হতে যদি ভয় না থাকে
তবে কাক চক্ষুর আড়ালে
উষ্ণতা মাপবেই থার্মোমিটার ....।
গোলাপের কাঁটায় এঁকে দেবো চাঁদের কলঙ্ক ।।