ছোট্টবেলায় বৃষ্টি হলেই কাগজের নৌকো বানিয়ে উঠোনে ভাসাতাম।
কেয়া পাতায় নৌকা হয় না বড্ড বেশি কাঁটা
বড় হতে হতে যেমন একটা সময় বটগাছ।।


মাথায় রোদ লাগবে বলে মা কতবার আঁচল
দিয়ে আড়ল করেছে
নুন জল ভাতে।


স্কুল পালানোর বয়সে আমার গোলাপ-উঠোন
প্রেমিক প্রেমিক সন্ধ্যেবেলা।টুপটাপ বৃষ্টি।
তবুও শুধু দূর থেকে দেখে গেছি চোখ....


বড় হতেই হতেই তারপর কাগজের বাড়ি।
জানালাটা এঁকে দিয়ে রাখি।বসবার জায়গা।
ব্যালকনিটায় শুধু স্বপ্নরা হাঁটাচলা করে।