আর সেপথে আমি যাই না ,
যে পথে নিত্য ছিল যাওয়া আসা
সেপথ এখন ঘাস হয়ে গেছে ,ভালোবাসা'র ।


সে এক কোন বসন্তে ,ফুটেছিল ফুল ,ভুল
অভ্যাসে বদলেছে পাড়া ,একই শহর
চেনা গলি পথে দেশ ভাগ হল।যাযাবর ।।


ল্যান্ডমাইন পাতানো আছে এখনও ,
সেই চোখ।চুলের ভেঁজা গন্ধ ।অসাবধানে
পরে যদি পা হঠাৎ ,ভেসে যেতে পারি অতীতের টানে ।।


ভীষণ ভয় পাই তাই ,না ফেরানোর প্রতিজ্ঞা
দূর থেকে আলো ছুঁয়ে যাক এভাবেই,জ্বলতে থাকা
ঝড়ের মুখে ধরেছি ছাতা  ,চোখের থেকে দূরে রাখা ।।