আমাদের কিছু নীরবতা শুধু অপেক্ষার নামান্তর,  
যেন এক অফুরন্ত অপেক্ষায় থাকা। তারপর.....
আর একটুও সহ্য করতে না পারা,
বিলাপে ভেঙে পড়া।


কিন্তু আমাদের সব অবদমিত ক্রিয়াকলাপ  
শোকাতুর বিলাপে নিঃশেষিত হয়ে যায় না।
মাঝে মাঝে যখন অভ্যন্তরীণ সংগ্রামগুলো  
একেকটা বিশাল সংকেত হয়ে বের হতে থাকে...  


তখনই একটা বিপ্লব ঘটে যায়, কারণ-
আমাদের স্বপ্নগুলোর বিস্ফোরণ ঘটতে থাকে।
বেশীরভাগ সময়েই-
আগ্রাসনই সংকট নিরসনের সর্বোত্তম পন্থা হয়।  


মূলঃ Meena Kandasamy
অনুবাদঃ খায়রুল আহসান


কবি পরিচিতিঃ ভারতের চেন্নাই এর বাসিন্দা ৩৪ বছর বয়স্কা Meena Kandasamy একজন উদীয়মান কবি, কথাশিল্পী,  অনুবাদক এবং সমাজকর্মী। ২০০৬ সালে প্রকাশিত “Touch” তার প্রথম কাব্যগ্রন্থ, যা থেকে দুটো কবিতা নিখিল ভারত কবিতা প্রতিযোগিতায় পুরস্কৃত হয়। এ ছাড়া U.K.’s Annual Women’s Prize for Fiction এর জন্য এ বছরের মার্চে সারা বিশ্ব থেকে নির্বাচিত মোট ১৬ জন কথাশিল্পীর হ্রস্ব তালিকায় ভারতের অরুন্ধতী রয় এর সাথে তার নামও অন্তর্ভুক্ত রয়েছে, তার লেখা When I Hit You বই এর জন্য। এ পুরস্কারের আর্থিক মূল্য ৩০০০০.০০ ব্রিটিশ পাউন্ড।


ভারতের নিম্নতফসীলভুক্ত দলিত পরিবারে Meena Kandasamy এর জন্ম। তিনি militant দলিত সংগঠন Viduthalai Chiruthaigal বা Dalit Panthers of India এর দ্বিমাসিক মুখপত্র ম্যাগাজিন “দ্য দলিত” এর সম্পাদক ছিলেন। তিনি নিজেই তার লেখাগুলোকে তার “নারীত্ব, তামিলত্ব, শ্রেণীহীনত্ব কিংবা নিম্নশ্রেণীভুক্ত হবার উপলব্ধির সাথে বোঝাপড়ার সংগ্রাম” বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, “আমার লিঙ্গ, আমার ভাষা কিংবা আমার নিম্ন তফসীলভুক্ত হওয়া নিয়ে আমার কোন লজ্জা নেই। আমি কবিতা লিখেছি এটা জেনেই যে আমি কে। মানুষ আমাকে আমার শর্ত মেনেই গ্রহণ করুক, এটাই আমি চাই। আমি আমার লেখার মাধ্যমেই পৃথিবীর (সকল বর্ণবাদের) বিরুদ্ধে আমার বিদ্রোহকে নাঙ্গাভাবেই উপস্থাপন করতে চাই। কোন বা কারো গ্রহণযোগ্যতা, প্রশস্তি বা পুরস্কারের প্রতি আমি সচেতনভাবেই আগ্রহী নই”।


Meena Kandasamy চেন্নাই এর Anna University থেকে socio linguistics এর উপর পিএইচডি ডিগ্রী অর্জন করেন। ২০১৪ সালে তিনি একটি মালয়ালাম ছবি ‘Oraalppokkam’ এ নায়িকার ভূমিকায় অভিনয়ও করেন।


(তথ্যসূত্রঃ উইকিপিডিয়া এবং গুগল)


মূল কবিতাটি নিম্নে প্রদত্ত হলোঃ


Aggression


Ours is a silence
that waits. Endlessly waits.


And then, unable to bear it
any further, it breaks into wails.


But not all suppressed reactions
end in our bemoaning the tragedy.


Sometimes,
the outward signals
of inward struggles takes colossal forms
And the revolution happens because our dreams explode.


Most of the time:


Aggression is the best kind of trouble-shooting.


ঢাকা
০৪ আগস্ট ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত।