এক আকাশে দু’টি তারা
ঘুরছে আপন কক্ষপথে,
একটি জ্বলে সকাল বেলায়,
একটি জ্বলে সন্ধ্যা রাতে।


একটি নদীর দু’টি তীরে
দুই ভেজা বক বসে থাকে।
একটি তাকায় জলের পানে,
একটি তাকায় দূর গগনে।


একটি গানের একটি সুরে
ঢেউ জেগে যায় দুটি প্রাণে,
কেউ বা থাকে কানটি পেতে,
কেউ বা ঘুমায় দুয়ার টেনে।


ঢাকা
৩১ অগাস্ট ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।