শেষ পর্যন্ত কোমার হলো অবসান,
হয়ে গেল তাঁর চিরপ্রস্থান।
প্রাণহীন দেহটা খাটিয়ায় শয়ান,
সুগন্ধি ছড়াচ্ছে আতর লোবান।


সৌম্য কান্তি দেহ ঢাকা শুভ্র কাফনে
সাদা তুলো গোঁজা নাসিকা ও কানে
শুভার্থীগণ সবাই সারিবদ্ধ দাঁড়ানো
নামাযে জানাযা হবে এখনি পড়ানো।


কাতারে কাতারে সবাই দন্ডায়মান,
কেউ একজন এসে করে গেল বয়ান
কীর্তি যত তার ছিল, উজ্জ্বল মহান
স্মরিল সবাই তাঁরে, জানিয়ে সম্মান।


অশ্রুসিক্ত নয়নে তার পুত্র চাইলেন
নিঃশর্ত ক্ষমা এবং আরো বললেন,
দেনা যদি থাকে তার কারো সাথে,
শোধ করবেন তিনি বলার সাথে।


তিনি ছিলেন এক বীর মুক্তিযোদ্ধা,
হাজির ছিলেন তাঁর অনেক সহযোদ্ধা।
স্মরিলেন তাঁরা তাঁর মহান অবদান,
স্বাধীনতার ইতিহাসে যা চিরঅম্লান।


পাদটীকাঃ  বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, বীর প্রতীক (অবসরপ্রাপ্ত) মাসাধিককাল কোমায় থাকার পর গত ০২ নভেম্বর ২০১৪ তারিখে ঢাকা CMH এ ইন্তেকাল করেন। আজ ০৩ নভেম্বর ২০১৪ বাদ জোহর ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মাসজিদে তাঁর নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। কিছুদিন আগে 'কোমায় তারা কেমন আছেন?' শিরোনামে একটা কবিতা লিখেছিলাম। আজ নামাযে জানাযা থেকে ফিরে এসে তাঁর স্মরণে এ কবিতাটি রচিত।


ঢাকা
০৩ নভেম্বর ২০১৪
কপিরাইট সংরক্ষিত।