ফ্যান্সী মাস্কটি এঁটেসেঁটে ঢেকে রেখেছিল      
তার সুতীক্ষ্ণ নাকটি, নাসারন্ধ্র দু'টি।
নাকের উপর বসে থাকা  
তার উজ্জ্বল নাকফুলটিও,  
আর তার বিম্বোষ্ঠ, বিম্বাধর।
তবে চোখ দুটো তার খোলাই ছিল,  
আর সেখান থেকেই বিচ্ছুরিত হচ্ছিল
তারার দ্যূতির মত এক কঠিন ব্যাধির রশ্মি!  


মাস্কটি করোনা থেকে সুরক্ষা করেছিল
তাকে, আর যুবকটিকেও।
কিন্তু সমস্যা ছিল ঐ খোলা চোখ দুটোতে,
সেখান থেকেই....  
কি যেন এক অচেনা অসুখ
সংক্রমিত করে গেল যুবকের দুটো চোখ,  
চোখ থেকে মন, মন থেকে মগজ, তারপর-
জানা গেল যুবকটি এক নতুন অসুখে আক্রান্ত!


ঢাকা
২৪ মে ২০২১