তুমি খুব শীঘ্রই আসবে, এ আমি জানি।
সময়ের মাত্রাটা হয়তো আমার প্রত্যাশার চেয়ে
কিছুটা দীর্ঘও হতে পারে; তবে বিলম্বিত হলেও-
তুমি আসবে ঠিকই, এ আমি জানি।  


তুমি আসবে, হয়তো কোন টগবগে তরুণ বেশে,
নয়তো কোন পোড় খাওয়া প্রৌঢ়,
অথবা কোন পক্ককেশ বৃদ্ধ হয়ে। জ্বলন্ত শিখার    
একটা মশাল হাতে তুমি ছুটে আসবে, তা জানি।


তোমার ক্ষিপ্র গতির কাছে হার মেনে যাবে
বুলেটের ভেলোসিটি।
তোমার বজ্র নিনাদে স্তব্ধ হয়ে যাবে
সদা ঝাড়মুছ করা তেল চকচকে কামানের ব্যারেল।  


তোমার আহ্বানে চোখ রগড়ে জেগে উঠবে
একটি নিদ্রাচ্ছন্ন জাতি। পিছু নেবে তারা-  
ছুটবে তোমার পিছু। জনতার ঢলের শীর্ষে থেকে  
তুনি শোনাবে তাদের অভয়বাণী, এ আমি জানি!


ঢাকা
১৯ জুলাই ২০১৮
সর্বস্বত্ব সংরক্ষিত